কোটচাঁদপুরে শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি প্রণয়নের নিমিত্তে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০শে নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি।
এছাড়া উপস্থিত ছিলেন ,উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ মহিলা, পৌরসভার প্যানেল মেয়র টু ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর আঃলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হারুন উর রশিদ,উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, কৃষি কর্মকর্তা মহসিন আলী , পৌর আঃলীগ নেতা কাজী আলমগীর প্রমুখ।
এসময় উপজেলার সকল কর্মকর্তা বৃন্দ,ফায়ার সার্ভিস কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, মসজিদের ইমাম,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।