কোটচাঁদপুরে শিক্ষকদের সমন্বয়ে স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে উপজেলা পর্যায়ের (১দিনের) স্বাস্থ্য সেমিনার অন চাইল্ড হেলথ এন্ড স্কুল হেলথ বেজ অন ইউনিফর্ম স্কুল হেলথ প্যাকেজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএর সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আজিজুর রহমান প্রমুখ। সেমিনারে উপজেলা পর্যায়ের সকল শিক্ষার্থী ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সে সময় উপজেলার উচ্চ মাধ্যমিক,মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ উপস্থিত ছিলেন।