কোটচাঁদপুরে শীতের পোষাক কেনার ধুম:বেশির ভাগ মানুষ ফুটপাতমুখি
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে শীতের পোষাক কেনাবেচার ধুম বেশির ভাগ মানুষ ফুটপাতমুখি।এবারে সারাদেশেই একটু আগেবাগে শীত পড়েছে। তাই আগেবাগেই মানুষ কিনছে শীতের পোষাক। সে ছোয়া লেগেছে কোটচাঁদপুরে। তাই কোটচাঁদপুরসহ সব জায়গায়ই ধুম পড়েছে শীতের কাপড় কেনাকাটার।কোটচাঁদপুরে ঘুরে দেখা গেছে, শীতের মৌসুম হিসেবে কোটচাঁদপুর বিপনী বিতানগুলোতে গরম কাপড় বিক্রির ব্যস্ততা দেখা গেছে। শুধু বিপনীবিতান নয়, জমে উঠেছে প্রতিবারের মত কোটচাঁদপুর পৌরঃ শহরে মেইন বাসস্ট্যান্ডের সেই আলোচিত কদম তলা সুপার মার্কেটে শীতের পোষাক বেচাকেনার ধুম। নিম্নআয়ের মানুষসহ প্রায় সকল শ্রেণির মানুষজন সেখানেই ভীড় জমাচ্ছেন বেশি।দোকানগুলোতে বিভিন্ন দামে মিলছে শীতের নতুন ফ্যাশনের কাপড়। রুচিসম্মত কাপড় কেনাকাটায় জন্য সকাল থেকে রাত পর্যন্ত মানুষের যাওয়া আসা লক্ষণীয়। ফুটপাতে ৫০ টাকা থেকে শুরু করে ৫০০-১০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে শীতের পোষাক। সেখানে মিলছে ছোট-বড় সকলের শীতের পোষাক। পুরাতন কাপড় ব্যবসায়ী ভাদু মন্ডল জানান এই দুই এক দিন ধরে শীতের তীব্রতা বাড়াতে সকাল থেকেই লোকজনদের আনাগোনা বাড়ছে। এবং সারাদিন বেচাকেনাও বেড়েছে। তিনি জানান সন্ধ্যার পর শীতের পোষাক বিক্রি কিছুটা বাড়তে থাকে।