কোটচাঁদপুরে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

Share Now..

\ কোটচাঁদপুর প্রতিনিধি \
ঝিনাইদহের কোটচাঁদপুরে সাংবাদিক’কে হত্যার হুমকি’র প্রতিবাদে এলাকার কর্মরত সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) বেলা ১২ টার সময় কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডে এলাকার কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূচি শেষে দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিনিধি বাবলু মিয়ার সভাপতিত্বে জাতীয় দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি রেজাউল ইসলাম এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বলুহর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার কথা বলে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠে। ভুক্তভোগী পরিবারসহ স্বাক্ষীদের বক্তব্য নিয়ে সেই সংবাদ প্রকাশ করাই চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের ছোট ভাই মোঃ ইয়ারুল ইসলাম গত (১৭ মে) শুক্রবার বেলা বারটার সময় বলুহর ভাটামতলা নামক স্থানে দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি সাংবাদিক মোঃ দেলোয়ার হোসাইনের মোটরসাইকেল থামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারমুখী আচরণ করে হত্যার হুমকি প্রদান করে। এ বিষয়ে মডেল থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের পর হুমকিদাতা ইয়ারুল ইসলামের গ্রেফতারের দাবিতে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেস ইউনিটির সভাপতি দৈনিক সত্যপাঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সহিদুল এনাম পল্লব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক বীর জনতা পত্রিকার নিজস্ব প্রতিনিধি আব্দুল্লাহ বাশার, জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মোঃ আব্দুর রউফ, জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি আনোয়ার জাহিদ জামান, দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক নবচিত্র পত্রিকার প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক লিখনী সংবাদ পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি মোঃ রমজান আলী, দৈনিক একুশের বাণী পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি আব্দুল আল মামুন, দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজন, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, জাতীয় দৈনিক গড়ব বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মোঃ আবুল হাসান, দৈনিক বিকাল বার্তা পত্রিকার প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক বাংলার দূত পত্রিকার রাকিবুল ইসলাম, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার আবুল কালাম আজাদ দৈনিক বীর জনতা পত্রিকার আজিম উদ্দিন, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি আবু সুফিয়ান শান্তি, দৈনিক চ্যানেল ২৬ পত্রিকার ইলিয়াস চৌধুরী, দৈনিক বর্তমান ঝিনাইদহ টিভির ফারুক হোসেন, সাংবাদিক সুমন কুমার পালসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *