কোটচাঁদপুরে স্কুল ছাত্রকে জবাই করে হত্যা

Share Now..

কোটচাঁদপুর প্রতিনিধি :
মঙ্গলবার রাতে কোটচাঁদপুর উপজেলার বাগডাঙ্গা গ্রামে অপহরণের পর রিয়াদ খান (১৮) নামে দশম শ্রেনীর এক ছাত্রকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের পিতা সলেমান খান জানান, ঘটনার রাতে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান খান রাইচ মিল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। দুর্বৃত্তরা রাতে তাকে পার্শ্ববতী কামার পাড়ার ঝিনুর বাগান বাড়ির নিকট কপোতাক্ষ নদের পাশে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে হত্যা করে। ঘাতকদের দায়ের কোপে রিয়াদের ডান হাত ও বামহাতের আঙুল বিচ্ছিন্ন হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। সে বলাবাড়ীয়া-বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়দের ধারণা পূর্ব শত্রুতার কারণে অপহরনের পর তাকে হত্যা করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৪ টা) লাশ ঘটনাস্থল রয়েছে। কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই, সিআইডি ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *