কোটচাঁদপুরে সড়ক দূর্ঘটনায় মেডিকেল অফিসার আহত

Share Now..

কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার দিপক কুমার পাল বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সড়ক দূর্ঘটনায় গুরতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে হাসপাতাল সড়কের ব্রীজ ঘাট এলাকায় তিনি দূর্ঘটনার শিকার হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক ডা. শিরিন সুলতানা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ জানান, উপজেলার জয়দিয়া স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মেডিকেল অফিসার দিপক কুমার পাল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেল যোগে রওনা হন।

পথিমধ্যে একটি চার্জার রিক্সার সঙ্গে দিপকের সংঘর্ষ হয়। এসময় তিনি সড়কের উপরে ছিটকে পড়ে মাথায় গুরতর আঘাত পান। মেডিকেল অফিসার দিপকের আহত হওয়ার ঘটনায় তার সুস্থ্যতা কামনা করেছেন চিকিৎসক, নার্স, সহকর্মী সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *