কোটচাঁদপুরে ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্যদের খোঁজ নিচ্ছেন না প্রতিষ্ঠান প্রধানরা

Share Now..

\ কোটচাঁদপুর প্রতিনিধি \
৫ আগষ্ট সরকার পতনের পর থেকে কোটচাঁদপুর উপজেলার মাদ্রাসাসহ ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যদের খোঁজ নিচ্ছেন না প্রতিষ্ঠান প্রধানরা। উদ্ভূত পরিস্থিতিতে ঝামেলা এড়াতে এমনটি করা হচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। গত ২০ আগষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক পত্রে দেশের সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ মাদ্রাসা ও কলেজের সভাপতির পদ বিলুপ্ত করা হয়। এর মধ্যে রয়েছে উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, ৫টি দাখিল মাদ্রাসা, ৩টি আলিম মাদ্রাসা ও ১টি কামিল মাদ্রাসা। শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে শুধুমাত্র সভাপতির পদ শূন্য ঘোষণা করা হলেও প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সদস্য পদ বিদ্যমান রয়েছে। অথচ গত দেড় মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ম্যানেজিং কমিটির সদস্যদের কোন খোঁজ খবর রাখছেন না বলে অভিযোগ রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছুটিতে থাকায় তার অবর্তমানে অফিস সহকারী আব্দুল লতিফ জানান, উপজেলার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়েছে। ম্যানেজিং কমিটির সদস্যদের কেন প্রতিষ্ঠান প্রধানরা ডাকছেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের। আমি এ ব্যাপারে কিছুই বলতে পারবো না। এ ব্যাপারে লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা খাতুনের সাথে কথা হলে তিনি জানান, স্থায়ীভাবে সভাপতি নিয়োগ না হলে সভা আহবান করা সম্ভব হবে না। এন.কে.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর ইসলাম বলেন, বিদ্যালয়ের সদস্যপদ সমূহ বহাল থাকলেও সকল প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন ইউএনও। বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে সাধারণ সদস্যদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে না। কামিল মাদ্রাসার অধ্যক্ষ বাহারুল ইসলাম বলেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটি ভেঙে দেয়া হয়েছে। সভাপতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক মাদ্রাসার দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *