কোটচাঁদপুর উপজেলা আঃলীগের জরুরী সভা অনুষ্ঠিত
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা আঃলীগের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪শে ফেব্রুয়ারী) বিকালে উপজেলা মুক্তিযুদ্ধো কমপ্লেক্স ভবনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি”র সভাপতিত্বে ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ -৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও জেলা আঃলীগের সহসভাপতি এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি চঞ্চল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আঃলীগ ও পৌর আঃলীগের সম্মেলনের নানা দিকনির্দেশনা প্রধান করেন।
এসময় তিনি, আগামী পৌর আঃলীগ ও এলাঙ্গী ইউনিয়ন আঃলীগের সম্মেলন সফল করার জন্য দলীয় নেতৃবৃন্দ কে এক হয়ে দলের কাজ করার জন্য আহ্বান জানান।
এসময় উপজেলা আঃলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খাঁন বাবলু, লুৎফর রহমান, পৌর আঃলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, যুগ্ম আহবায়ক গোলাম সরোয়ার সহ উপজেলা ও পৌর আঃলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।