কোটচাঁদপুর উপজেলা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেলে পৌর পাঠাগার মিলায়াতনে শান্তি পূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়।
প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনী কমিটির প্রধান জাহিদ হোসেন। প্রিজাইডিং অফিসার জাহিদ হোসেন জানান মোট ভোটার সংখ্যা ১২৬, পোল হয়েছে ১১৬। খোরশেদ আলম ৬১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। আরিফ হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত।
আলম মন্ডল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।
এছাড়াও সহ-সভাপতি কুদ্দুস মন্ডল, সহ-সাধারণ সম্পাদক সবুজ আলী, প্রচার সম্পাদক টোটন, কোষাধ্যক্ষ আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক শুকুর, লেবার মৃত ঝুঁকি সম্পাদক বিল্লাল হোসেন নির্বাচিত হন।
ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
From noob to pro, every win counts Lucky Cola