কোয়ারেন্টিনে জাস্টিন টুডো
সদ্য সমাপ্ত জি-৭ সম্মেলন থেকে ফিরে অন্তত তিনদিনের কোয়ারেন্টিনে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার (১৫ জুন) দেশটির রাজধানী অটোয়ায় ফিরে নিজ বাসায় না গিয়ে বিমানবন্দর থেকে সরাসরি স্থানীয় একটি হোটেলে যান তিনি।কানাডিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মোতাবেক বাধ্যতামূলক তিনি এবং তার সফরসঙ্গীরা কোয়ারেন্টিনে থাকবেন। ইতোমধ্যে তার কোভিড টেস্ট করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ আসলে তিনদিন পর বাসায় যাবেন তিনি। আর পজেটিভ হলে ১৪ দিন হোটেলেই থাকতে হবে।কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি গত বছরের ৪ মার্চ কন্যা এলা ও গ্রেস, শাশুড়ি মার্গারেট ট্রুডোর সঙ্গে লন্ডনে ডব্লিউই-ডে দিবসের একটি অনুষ্ঠানে অংশ নেন। পরে অসুস্থ হয়ে পড়েন তারা এবং ফ্লু মতো উপসর্গে আক্রান্ত হন। চিকিত্সকরা পরীক্ষা শেষে জানান, সোফি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিবারের সদস্যদের করোনা ঝুঁকি থেকে বাঁচাতেই কোয়ারেন্টিনের সিদ্ধান্ত নেন ট্রুডো।
In the game world, anything is possible Lucky Cola