ক্যান্সারের যন্ত্রণায় হিনার আবেগঘন পোস্ট
Share Now..
বলিউড অভিনেত্রী হিনা খান দীর্ঘদিন ধরেই স্তন ক্যান্সারে ভুগছেন। কঠিন এই রোগের চিকিৎসার মাঝেও, তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দিয়ে ভক্তদের সঙ্গে তার শারীরিক অবস্থার খবর দেন।
সম্প্রতি হিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করেছেন। এতে তিনি লিখেছেন, ‘হে আল্লাহ, আমি জানি না আমার জন্য আপনার কী পরিকল্পনা। কিন্তু আমি সব সময় আপনার উপর বিশ্বাস রাখতে চাই।’ অভিনেত্রীর এই পোস্ট নিয়ে সকলেই চিন্তিত। কেন হিনার এমন পোস্ট? অভিনেত্রী এমন কিছু কথা লিখেছেন, যা তার ভক্তদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। অনেকেরই মনে ভয় যে, হিনা হয়তো সাহস হারিয়ে ফেলছেন। এবং তাতে তার অসুস্থতাও বেড়ে যেতে পারে। হিনার জন্য অনেককেই প্রার্থনা করতেও দেখা গিয়েছে।
Challenge accepted Join the action and prove your worth Lucky Cola