‘ক্রিকেটকে আপনারাই বেশি ফোকাস করেন’
দেশের সব খেলাধুলাকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা। জাতীয় দলের সাবেক এ অধিনায়ক জানিয়েছেন ক্রিকেট ওয়ার্ল্ডকাপ সর্বশ্রেষ্ঠ গেম না। সর্বশ্রেষ্ঠ গেম হচ্ছে অলিম্পিক। ওখানে যদি গোল্ড মেডেল পায় তাহলে সেটা হবে বাংলাদেশের সবথেকে বড় অর্জন। দিন শেষে একটাই সঠিক যে, আমরা সবাই দেশের জন্য খেলি। লাল-সবুজ পতাকার জন্য খেলি।’ মাশরাফি বলেছেন, ‘ক্রিকেটকে হয়তো-বা আপনারাই (সংবাদ মাধ্যম) বেশি ফোকাস করেন। এজন্য ক্রিকেট নিয়ে আলোচনা বেশি হয়।’
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি (পুরুষ) উপলক্ষ্যে গতকাল বিওএ ভবনে সংবাদ সম্মেলনে কাবাডি ফেডারেশনের সভাপতি আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ক্রিকেট তারকা মাশরাফি হাজির ছিলেন। নানা প্রশ্নে কথা বলেছেন মাশরাফি। ভারতের প্রো-কাবাডিতে বাংলাদেশের খেলোয়াড়দের অংশগ্রহণ নেই, একটা সময় বাংলাদেশের খেলোয়াড়রাও গেছেন সেখানে। এ বিষয়ে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘জাতীয় কাবাডি দলের যারা ভালো খেলোয়াড়, তারা সবাই সার্ভিসেস দলে খেলেন। প্রো-কাবাডিতে আমন্ত্রণ পেলেও যাওয়ার সুযোগ থাকেন না, কারণ দল থেকে অনুমতি পান না। আমাদের ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও সেখানে আমরা পাঠাতে পারি না। আমরা সবরকম চেষ্টা করেছি, মন্ত্রী পর্যায়েও চেষ্টা করেছি।’
আগামী ২৬ মে থেকে ৩ জুন পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। ১১টি বিদেশি দল আসছে। জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরাক, শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, কেনিয়া, উগান্ডাসহ খেলবে স্বাগতিক বাংলাদেশ। গত দুই বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড। এবার খেলা মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।