ক্রিকেট উন্নতিতে সহযোগিতা চায় আর্জেন্টিনা

Share Now..

ঢাকাস্থ আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলোর সি সেসা ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে তার সচিবালয়য়ে দেখা করে ক্রিকেটের উন্নয়নে সহযোগিতা চাইলেন। আর পাপন চাইলেন ফুটবলের উন্নয়নে সহযোগিতা। 

নাজমুল হাসান পাপন বলেন, ‘তারা আমাদের কাছে ক্রিকেটের সহযোগিতা চেয়েছে। আমি তাদের নিশ্চয়তা দিয়েছি, কিউরেটর থেকে শুরু করে যা প্রয়োজন আমরা দেব। প্রয়োজনে আমাদের ক্রিকেটাররাও সেখানে গিয়ে খেলবে। ক্রিকেটের পাশাপাশি তারা কাবাডি নিয়েও আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের জাতীয় খেলায় তারা একবার অংশ নিয়েছিল। আমরা কাবাডিতেও তাদের সহায়তা করতে পারি।’

বাংলাদেশ ক্রিকেট ও কাবাডিতে সহায়তা দেওয়ার পাশাপাশি ফুটবল ও হকিতে আর্জেন্টিনার সহযোগিতা চেয়েছেন পাপন। তিনি বলেন, ‘আমরা তাদের কাছ থকে কোচ নিতে পারি আবার আমাদের ছেলেমেয়েরা ওখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারে। হকিতে আমাদের সম্ভাবনা রয়েছে আবার তারাও হকিতে বিশ্বমানের। হকি নিয়ে তাদেরও আগ্রহ আছে। আমরা তাদের কী দিতে পারি, আবার তারা আমাদের কী দিতে পারে—এ রকম একটা ডিটেইলস একে অন্যকে দেব। এরপর মূলত কাজ শুরু হবে।’ এ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *