ক্রিসমাস ট্রি জ্বালিয়ে দেওয়ায় সিরিয়ার খৃষ্টানদের বিক্ষোভ 

Share Now..

ক্রিসমাস ট্রি জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে সিরিয়ার রাজধানী দামস্কের বিভিন্ন খৃষ্টান অধ্যুষিত এলাকায় বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার সকালে শত শত খৃষ্টান হামার পাশ্ববর্তী শহরে বিক্ষোভ করেছে। খবর এএফপির। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামপন্থীদের নেতৃত্বে আসাদ সরকারকে ফেলে দেওয়ার দু’সপ্তাহ পর দেশটির খৃষ্টানরা দামেস্কের রাস্তায় বিক্ষোভ করলো।   জানা যায়, বিক্ষোভের সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওতে দেখা যাচ্ছে, মাথা ঢাকা কিছু যোদ্ধা হামার খৃষ্টান অধ্যুষিত শহর সুকাইলাবিয়াহতে একটা ক্রিসমাস ট্রিতে আগুন দিচ্ছে।  
 
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে এই যোদ্ধারা বিদেশি, যারা ইলামপন্থী আনসার আল-তৌহিদের অন্তর্ভুক্ত। 

আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে যে সিরিয়ার বিক্ষোভে নেতৃত্বদানকারী হায়াত তাহরির আল-শাম এর একজন নেতা বলছে, ক্রিসমাস ট্রিতে আগুন দেওয়া লোকেরা বিদেশি। তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *