ক্ষত ভুলে শুটিংয়ে

Share Now..

ক’দিন আগেই প্রবল বৃষ্টির কারণে বিরাট ক্ষতির মুখে পড়েছিল বহুল আলোচিত এবং তারকাবহুল সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ভিলে পার্লের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে তৈরি একটি বিশাল সেট নষ্ট হয়ে যায়।

ফলে অক্ষয় কুমার, দিশা পাটানি, সুনীল শেঠি, রাভিনা ট্যান্ডন, জ্যাকলিন ফার্নান্দেজের কমেডি এই সিনেমার কাজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে তখন নানা মাধ্যমে কষ্টের কথা জানিয়েছিলেন তারা। তবে অবশেষে ঘুরে দাঁড়াচ্ছে সিনেমাটির টিম। গতকাল থেকে আবারও শুরু হয়েছে শুটিং। জানা গেছে, বৃষ্টি কমে যাওয়ার সাথে সাথে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে সময় নষ্ট করেনি সংশ্লিষ্টরা। এমনকি আগের চেয়েও বড় পরিসরে সেট নির্মাণ করা হয়েছে। সিনেমাটির নির্মাতা আহমেদ খান বলেন, ‘বৃষ্টি শুরুতেই লসের মুখে ফেলে দিয়েছে। কিন্তু বিষয়টিকে আমার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আগের চেয়ে বড় সেট নির্মাণ করেছি। পাশাপাশি আমরা শিল্পীদের সঙ্গে কথা বলে আজ (গতকাল) থেকে আবারও শুটিং শুরু করেছি। আশারা করছি ক্ষত ভুলে ভালো কিছুই উপহার দিতে পারবো।’ সিনেমাটিতে আরও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়ালসহ অনেকে। জানা গেছে, সিনেমাটি আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *