কয়রায় আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা।
Share Now..
কয়রা(খুলনা) প্রতিনিধিঃ
কয়রায় ইউএনডিপির উদ্যোগে ও সিএনআরএসের সহযোগিতায় আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা গতকাল রবিবার সকাল ১০ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য অফিসার ইসকিতা আফরিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, ইউএনডিপির জিসিএ প্রকল্পের শামীম আহমেদ, মোঃ সাজ্জাদ হোসেন, সিএনআরএসের উপজেলা ম্যানেজার মোঃ সরোয়ার হোসেন, মোঃ সালাউদ্দিন, রিয়াজ আহমেদ, রইজ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়য় অফিসের আবু সাঈদ, নারী সদস্য আসমা আক্তার,সুবিতা মন্ডল,সরস্বতি মন্ডল প্রমুখ।
Master the game, rule the competition Lucky Cola