কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে তথ্য কার্ড প্রদান।
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর উদ্যোগে
কিশোরীদের মাঝে তথ্য কার্ড প্রদান করা হয়েছে।
গত সোমবার বিকাল ৪ টায় উত্তর বেদকাশি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পল্লী সমাজে এলাকায় ঝুকি পূর্ন কিশোরিদের
তালিকা তৈরী করে তাদের জন্ম তারিখের পাশাপাশি তাদের প্রাপ্ত বয়সের সময়সীমা উল্লেখ করে তাদের সচেতন করার
পাশাপাশি এই তথ্যকার্ড প্রদান করা য়।
এ ছাড়া বাল্য বিবাহের ঝুকিতে থাকা এ সকল কিশোরীরা নিজেরাই যাতে নিজেদের বাল্য বিবাহ বন্ধে অগ্রসর হয়ে বাল্য বিবাহ
মুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়তে পারে এ উদ্দেশ্যকে সামনে রেখে সচেতনতা করার লক্ষ্যে এ ধরনের কর্মসুচী হাতে নেওয়া হয়েছে।
তথ্যকার্ড প্রদানকালে উপস্থিত ছিলেন স্থানীয়
মহিলা ইউপি সদস্য ইরানী আক্তার খুকু, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর জেলা ব্যবস্থাপক নয়ন কুমার ঘোষ, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর এ্যাসোসিয়েট অফিসার তুষার কান্তি দাশ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে জানানো হয় আমরা নিজেরা সচেতন হই এবং বাল্য বিবাহ প্রতিরোধে
সন্মিলিত ভাবে এগিয়ে আসি তাহলে বাল্য বিবাহ মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্টিত হবে।