কয়রায় বিশ্ব অধিকার দিবস এবং শিশু অধিকার সপ্তাহ পালিত।
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে
দিয়ে আলোর রেশ, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল ১১
অক্টোবর সকাল ১০ টায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ
উদযাপন উপলক্ষে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স
(এনসিটিএফ) কয়রা উপজেলা শাখার উদ্যোগে র্যালী, আলোচনা
সভা ও খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে বড়বাড়ি
মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন
ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটএফ) কয়রার সভাপতিশিউলি মুন্ডা। পরিত্রানের প্রজক্টে অফিসার মোঃ আলাউদ্দিনের
পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ
হুমায়ুন কবির, সহকারি শিক্ষক অচিন্ত কুমার সরকার, হেনারানী
মন্ডল, পরিত্রান ওয়াই মুভস প্রকল্পের হিসাব রক্ষন অফিসার স্নেহ লতা
মল্লিক, উপজেলা জলবায়ু পরিষদের নিরাপদ মুন্ডা, শিক্ষার্থী রিতিকা
মুন্ডা, অর্পনা মন্ডল, অন্তু সরকার প্রমুখ। আলোচনা শেষে
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধে
কার্যক্ররি ব্যবস্থা, ইভটিজিং বন্ধে করনিয়, শিশু শ্রম বন্ধ সহ
বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রায় ২
শতাধিক ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
From noob to pro, every win counts Lucky Cola