কয়রায় বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ।

Share Now..

কয়রা,খুলনা প্রতিনিধিঃ

কয়রা উপজেলা, দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৭নং ওয়ার্ড চোরামুখা গ্রামের ২৫০ ফুট বেড়িবাঁধ ভেঙে লোকালয় পানি প্রবেশ করছে বলে স্থানীয় সুত্রে জানা, যায়।
জানা গেছে গত রাতে জোয়ারের পানিতে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধ ভেঙে চোরামুখা গ্রামের পানি প্রবেশ করে।
বিষয়ে আলাপ করে ছিলাম দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালামের সাথে তিনি বলেন আজ সকাল থেকে স্থানীয় সাধারণ জনগণের সহযোগিতায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ নির্মাণ করার কাজ চলছে। নদীতে জোয়ার আশার আগে যদি ভেঙে যাওয়া ২৫০ ফুট বেড়িবাঁধ নির্মাণ করা সম্ভব হয় তাহলে জোয়ারের পানি গ্রাম, এলাকায় প্রবেশ করবেনা। আর যদি নির্মাণ করা সম্ভব না হয় তাহলে জোয়ারের পানিতে ভেসে যাবে গ্রাম, এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *