কয়রায় মৎস্য অধিদপ্তর ও ইউপি চেয়ারম্যানের অভিযানে১৭১৬কেজি চিংড়ি মাছ সহ আটক ১২জন।

Share Now..

খুলনা প্রতিনিধঃ

গত কয়েক দিন ধরে কয়রা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ অপদ্রব্য মিশ্রিত দূষিত ১৭১৬ কেজি চিংড়ি মাছ সহ ১২ জনকে আটক করছে।

জানা গেছে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হকের নেতৃত্বে অপদ্রব্য মিশ্রিত পুশ করা ৪০ কেজি বাগদা চিংড়ি সহ ১ জনকে আটক করে।
গতকাল সকালে কয়রার দালাল বাড়ি মোড় থেকে ৯০ কেজি চিংড়ি মাছ সহ ২ জনকে আটক করা হয়েছে।
কয়রা মদিনাবাদ হাইস্কুল মোড় এলাকা থেকে ৮৬ কেজি চিংড়ি মাছ সহ ২ জনকে আটক করে।
এদিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে ১৫০০ কেজি অপদ্রব্য মিশ্রিত চিংড়ি মাছ সহ ৭ জনকে আটক করে কয়রা উপজেলা প্রসাশনের হাতে তুলে দেওয়া হয়।
আটককৃতরা হলে উপজেলার ৪ নং কয়রা গ্রামের মোঃ মোস্তফা সানা (৪০), মোঃ মিজানুর রহমান(২৮), মোঃ আসাদুল ইসলাম(৩৭), মোঃ আসাদুল ইসলাম(৩৫), মঠবাড়িয়া গ্রামের আনারুল(৪০), মহারাজপুর গ্রামের মোঃ সাইফুল্লাহ গাজী(৩০) মিলন গাজী(৩৭)। দেয়ড়া গ্রামের আছাফুর রহমান(৩১), মোঃসুজন গাজী(২০),৬ নং কয়রা গ্রামের রায়হান গাজী(২৫),১ নং কয়রা গ্রামের(৫০)ও সাজিদুল ইসলাম।
এসময় তাদের সবার নিকট থেকে প্রায় ১ লাক্ষ ৬৫,০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এবিষয় নিয়ে আলাপ করেছিলাম কয়রা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হকের সাথে তিনি বলেন ক্ষতিকারক বিষ মিশ্রিত চিংড়ি মাছ ও অপদ্রব্য মিশিয়ে পুশ করা বাগদা চিংড়ি আটকের অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *