কয়রায় সহ-ব্যবস্থাপনা বিষয়ে মত বিনিময় সভা
খুলনা প্রতিনিধিঃ
দাকোপ-কয়রা সহ-ব্যবস্থাপনা
কমিটির উদ্যেগে ও ইউএসএইডস ইকোসিস্টেম প্রতিবেশ
এ্যাকটিভিটি প্রকল্পের সহযোগিতায় সহ-ব্যবস্থাপনা বিষয়ে এক
মত বিনিময় সভা গতকাল বুধবার সকাল ১০ টায় বড়বাড়ি
মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বজবজা বন টহল ফাঁড়ি
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানজিলুর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ,এম শাহাবুদ্দীন,
বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন
কবির, শাকবাড়িয়া বন টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ
মোস্তাফিজুর রহমান।
এতে সম্মানিত অতিথি ছিলেন প্রতিবেশ
এ্যাকটিভিটি প্রকল্পের চীফ অব পার্টি মি. জন ডর, কমিউনিকেশান এ্যান্ড এ্যাডভোকেসি স্পেশালিষ্ট ওবায়দুল
ফাত্তাহ তানভীর ও খুলনার আঞ্চলিক ফিল্ড ডাইরেক্টর কেমোনিক্স
মোস্তফা ওমর শরীফ। দাকোপ-কয়রা সহ-ব্যবস্থাপনা কমিটির
ট্রেজারার মোঃ রিয়ছাদ আলীর পরিচালনায় মত বিনিময় সভায় আরও
বক্তব্য রাখেন সিএমসির সদস্য মোঃ সাইফুল ইসলাম, মোল্যা
মনিরুজ্জামান, খগেন্দ্রনাথ মন্ডল, রেবেকা সুলতানা, নাজমা আক্তার
প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন পর্যায় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মঝে পুরুস্কার বিতরন করা হয়। পরে
সুন্দরবনের সম্পদ রক্ষায় সচেতনতামুলক নাটিকা মনস্থ করা হয়।