কয়রায় সিএসও কমিটির ত্রৈ-মাসিক সভা
কয়রা (খুলনা)প্রতিনিধিঃ
কয়রা উপজেলার কোলাবরেশন ও নেটওয়াকিং বৃদ্ধিার জন্য
শিশুঅধিকার সুরক্ষা কোয়ালিশান (সিএসও) প্রতিনিধিদের সাথে ত্রৈ-মাসিক সমন্বয়
সভা গতকাল বুধবার বেলা ১১ টায় পরিত্রানের কয়রা অফিসে অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণের উদ্যোগে ও দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল
ডেভলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর র্অথায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল
বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় ওয়াই-মুভস প্রকল্পের বাস্তবায়নে এ ত্রৈমাসিক
সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা। উপজেলা শিশু
অধিকার সুরক্ষা কোয়ালিশনের অধ্যাপক আ,ব,ম আঃ মালেকের সভাপতিত্বে সভায়
বক্তব্য রাখেন সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, ইউপি সদস্য গনেশ মন্ডল,
র্মুশিদা আক্তার, এ্যাডঃ আনিছুর রহমান, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ
রিয়াছাদ আলী, পরিত্রানের প্রজেক্ট অফিসার আলাউদ্দিন, সিএসও কমিটির সহ-
সম্পাদক আল আমিন ফরহাদ, নিরাপদ মুন্ডা, র্মুশিদা খাতুন, সাধনা মুন্ডা, সুমিত্রা
মুন্ডা, মিলন মুন্ডা, শিউলি মুন্ডা প্রমুখ। সভায় কয়রা উপজেলার বাল্য বিবাহ
প্রতিরোধ, ইভটিজিং বন্ধ, যৌন হয়রানী প্রতিরোধসহ যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে
আলোচনার পাশপাশি প্রকেল্পর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্যরা ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন।
From noob to pro, every win counts Lucky Cola