কয়রায় সুইচগেট গুলো দিয়ে ঠিক মতো পানি নিষ্কাসন না হওয়ায় বিপাকে আমন ধান চাষ করা কৃষকরা।

Share Now..

কয়রা খুলনা।

খুলনার কয়রা উপজেলার ৭ টি ইউনিয়নের সুইচ গেটগুলোর খুবি নাজুক অবস্থায় পড়ে আছে।
উপজেলার আমাদি ইউনিয়ন, বাগালী ইউনিয়নে,মহেশ্বরিপুর ইউনিয়ন, মহারাজপুর ইউনিয়নে, কয়রা সদর, উত্তর বেদকাশীওদক্ষিন বেদকাশী ইউনিয়নের ৭/৮ জন কৃষকের সাথে কথা হলে তারা বলেন আমাদের এলাকার সুইচ গেট গুলো খুব খারাপ অবস্থায় আছে ঠিক মতো পানি নিষ্কাসন না হওয়ায় আমন ধান চাষ করতে পারছেনা গত তিন দিন ধরে ঐসব এলাকা ঘুরে এমন তথ্য পাওয়া যায়।

এদিকে মৌসুমের শুরুতে ঠিক মতো বৃষ্টি না হওয়ায় বিচ তলায় বিচ রোপণ করে চারা ঠিক সময় নিতে পারিনি। এখন বৃষ্টি হচ্ছে তবে সুইচ গেট গুলো দিয়ে ঠিক মতো পানি নিষ্কাসন হচ্ছেনা ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

উত্তর বেদকাশী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্য গনেষ মন্ডলের সাথে কথা হলে বলেন আমাদের এলাকায় দুটি সুইচ গেট ছিলো তার একটি ঘূর্ণিঝড় আম্ফানে ভেঙে যাওয়া রিং বাঁধে কপোতাক্ষ নদীতে চলে গিয়েছে অপর সুইস গেট টি কয়রা ও উত্তর বেদকাশী বর্ডার কাশির খালে অবস্থিত ঐ সুইচ গেট দিয়ে চাহিদা মতো পানি নিষ্কাসন হচ্ছেনা।
দক্ষিণ বেদকাশী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান এ-র সাথে কথা হলে বলেন আমাদের এলাকায় ৩ টি সুইচ গেট আছে তার ভিতরে একটি সুইচ গেট নদী ভাঙ্গুন চলে যাওয়া ২ টি সুইচ গেট দিয়ে চাহিদা অনুযায়ী পানি নিষ্কাসন হচ্ছেনা এই এলাকার কৃষকেরা আমন ধান চাষ করতে ঠিক মতো পারছেনা জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *