কয়রায় সুন্দরবনের সম্পদ রক্ষায় উঠান বৈঠক ও সচেতনতামুলক সভা

Share Now..

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশনের উদ্যোগে সুন্দরবনের সম্পদ আহরনকারীদের প্রচলিত আইন ও বিধি বিধান সর্ম্পকে এবং বিষমুক্ত সুন্দরবন গড়ার লক্ষ্যে ও হরিণ শিকার প্রতিরোধে উঠান বৈঠক ও সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার বিকাল ৪ টায় চার নম্বর কয়রা লঞ্চঘাটে এ অনুষ্ঠানে স্থানীয় জেলে বাওয়ালী সহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। কয়রা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার জিয়াদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শাকবাড়িয়া টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। দাকোপ-কয়রা সহ ব্যাবস্থপনা নির্বাহী কমিটির ট্রেজারা মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাশিয়াবাদ স্টেশনের স্টাফ মোঃ আমিনুর রহমার,ভিটিআরটির কাশিয়াবাদের দলনেতা সানা নুরুল ইসলাম, সিপিজি সদস্য সাইফুল ইসলাম, ভিটিআরটি সদস্য মোঃ ইয়াছিন আলী প্রমুখ।

One thought on “কয়রায় সুন্দরবনের সম্পদ রক্ষায় উঠান বৈঠক ও সচেতনতামুলক সভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *