কয়রা উপজেলা সদরের প্রধান সড়ক ১০বছরের বেশি সময় ধরে বেহাল অবস্থায়।
কয়রা খুলনা।
খুলনার কয়রা উপজেলা সদরেরওপর দিয়ে চলাচলের একমাত্র সড়ক বিগত ১০ বছরের বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় মানুষের ভোগান্তির শেষ নেই। এ-ই সড়ক দিয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনের পদস্থ কর্মকর্তা চলাফেরা করেন। কিন্তু খানাখন্দে ভরে উঠা ভাঙ্গুর সড়ক সংস্কারের উদ্যোগ দেখা যায় না। ফলে উপজেলা সদরের ওপর দিয়ে মানুষ ও যানবহন চলাচলে বিরক্তকর পরিস্থিতির সৃষ্টি হয়।
কয়রা বাজার ব্যবসায়ীরা জানান ২০০৯ সালের ২৫ মে আইলার জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে গিয়ে একটানা ৩ বছর জোয়ার-ভাঁটা ওঠানামায় উপজেলা সদরের সড়কের কার্পেটিং উঠে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় আজও সড়কটি আর সংস্কার হয়নি।দীর্ঘ বছরের ভাঙাচোরা জরাজীর্ণ সড়ক দিয়ে মালামাল পরিবহন ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানান সার ব্যবসায়ী মিলন কুমার মন্ডল। লোকজনের যাতায়াতে চরম ভোগান্তি পোয়াচ্ছে, এবং স্কুল, কলেজের শিক্ষার্থীদের কাঁদা মাটি মেখে স্কুলে যেতে দেখাযায়। খানাখন্দে ভরা কর্দমক্ত সড়ক মানুষ ভ্যানও মোটরসাইকেলে ঝাঁকুনি খেয়ে হেলেদুলে কখনো দূর্ঘটনার শিকার হতে দেখা যায়। তারপরও গ্ররুত্বপর্ণ সড়কও জনপথ বিভাগের এ-ই সড়ক টি দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছেনা এপ্রশ্ন সব মহলের।এব্যাপারে জানার জন্য সওজ এর খুলনা অঞ্চল এ-র সহকারী প্রকৌশলী শেখ জাহাঙ্গীর হোসেনের মোবাইল ফোনে রিং করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।