খাগড়াছড়িতে কাঠ বোঝাই ট্রাক উল্টে নিহত ২
খাগড়াছড়ি গুইমারা উপজেলার তৈকর্মা এলাকায় কাঠ বোঝাই ট্রাক উল্টে ২ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে জালিয়াপাড়া-মহালছড়ি সড়কের তৈকর্মা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজু (৩৫), পিতা আলতাফ হোসেন ও ইলিয়াস (৩৬), পিতা আব্দুল কাদের। উভয়ের বাড়ি জেলার মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত জানায়, মঙ্গলবার সকালে কাঠবোঝাই একটি ট্রাক উপজেলার জালিয়াপাড়া-মহালছড়ি সড়কের তৈকর্মা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের কাঠের উপরে থাকা শ্রমিকরা কাঠের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ২ জন শ্রমিক নিহত হন। আহত হন আরও ৮ জন। গুরুত্বর আহত ২ জনকে চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিরা মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহতরা মানিকছড়ির গচ্ছাবিল গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী নিহত ও আহতদের উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক রাজু ও ইলিয়াসকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত দুই শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন, মো.আমিন(৫২) আবুছালেহ (৩৬) মো. শাহজ্জামান(৪৮), মো. ইউছুফ(৪২) ও ছাদ্দাম হোমেন(৩০)।
গুইমারা থানার ওসি মো. আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।