খাগড়াছড়ি বাস টার্মিনালে ধর্ষণের শিকার কিশোরী
খাগড়াছড়ি জেলা সদরের বাস টার্মিনালে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সন্দেহভাজন দুই জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার।
জানা যায়, ঐ কিশোরী গত রাতে মা-বাবার সঙ্গে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। গতকাল ভোরে সে বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে দুই দুষ্কৃতকারী তাকে টার্মিনালে দাঁড়িয়ে থাকা এক বাসে নিয়ে ধর্ষণ করে। পরে কিশোরী খাগড়াছড়ি থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ দুই জনকে আটক করে। আটক দুই জনের একজন যে বাসে ঘটনা ঘটেছে, সেই বাসের হেলপার। অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আটককৃতরা হলো বাসের হেলপার মো. রফিক (২৪) ও মো. কামাল (২৯)।
খাগড়াছড়ি বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা রতন ত্রিপুরা জানান, লকডাউনের কারণে অন্যান্য বাসের মতো এই বাসটিও টার্মিনালে ছিল। বাসটির হেলপারই এই ঘটনায় জড়িত।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।