খারকিভে রাশিয়ার ব্যাপক বোমা হামলা, বহু হতাহত 

Share Now..

ইউক্রেনের খারকিভ শহরে বোমা হামলা চালিয়েছে ইউক্রেন বাহিনী। এতে অন্তত আটজন বেসামরিক লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। এনিয়ে খারকিভে একদিনের জন্য শোক ঘোষণা করা হয়েছে। খবর সিএনএনের। 

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রুশ বাহিনীর বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৯৭ জন। আহতদের মধ্যে ২৪ জন শিশু। এ ছাড়া শনিবার খারকিভের চেরকাস্কা লোজোভা গ্রামে রুশ বাহিনীর হামলায় আরও দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সাধারণ বাড়িঘর ও একটি শহরের পার্ককে লক্ষ্য করে এই ভয়ঙ্কর, কাপুরুষোচিত রাশিয়ান হামলাগুলো চালানো হয়েছে। এসব হামলার জন্য রাশিয়াকে জবাবদিহির আওতায় আনা হবে। 

খারকিভের আঞ্চলিক প্রসিকিউটর অফিসের প্রধান ওলেকসান্দার ফিলচাকভ বলেছেন, রাশিয়ান বাহিনী শুক্রবার এসইউ-৩৪ যুদ্ধ বিমান দিয়ে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। ৫০০ কিলোগ্রাম গাইডেড এরিয়াল বোমা রাশিয়ান ভূখণ্ড থেকে নিক্ষেপ করা হয়েছে।   ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৯১৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।

এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *