খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে মহেশপুরে ফতেপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত।

Share Now..

মহেশপুর প্রতিনিধি-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন শাখা বিএনপির আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে ও আগামী ২৯ ডিসেম্বর রোজ বুধবার ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত জন-সমাবেশ সফল করার লক্ষে এক প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর বিকালে ফতেপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ গোলাম ফারুক খাঁনের সভাপতিত্বে ইউপির বকুতলা বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয় প্রাঙ্গনে ইউনিয়নের ওয়ার্ড বিএনপির নবাগত কমিটির সভাপতি / সম্পাদক সহ সকল নেতা কর্মীদের উপস্থিতিত্বে এই প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে আগামী ২৯ ডিসেম্বর ঝিনাইদহ জেলা বিএনপির জন-সমাবেশ সফল করার লক্ষে জনগনের মাঝে লিফলেট বিতরণ করেন।
উক্ত প্রস্তুতি মিটিংয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ২নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সুযোগ্য আহবায়ক মোঃ গোলাম ফারুক খাঁন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক মোঃ আরিফুর রহমান,বিএনপি নেতা আলহাজ্ব আবুল কাশেম মোল্লা,সাবেক মেম্বর আমির আলী, ওয়ার্ড কমিটির সভাপতি মসলেম উদ্দিন, মোমিনুর রহমান মোমিন,জয়নাল আবেদীন, শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মন্টু মিয়া,মঈদনুদ্দিন খাঁন,আনিচুর রহমান,যুবদল নেতা ওসমান মিয়া,মাসুদুর রহমান প্রমুখ। এসময় যুগ্ন আহবায়ক মোঃ শের আলী মিয়া,শহিদুল ইসলাম, মতিয়ার রহমান, আহবায়ক কমিটির সদস্য সেলিম শেখ ও নবাগত ওয়ার্ড কমিটির সভাপতি / সম্পাদক সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির মুলদল,যুবদল,কৃষকদল ছাত্র দল ও অঙ্গসংগঠনের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চলোনা করেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ সেলিম রেজা।

One thought on “খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে মহেশপুরে ফতেপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত।

  • February 10, 2024 at 1:59 pm
    Permalink

    Meilleure application de contrôle parental pour protéger vos enfants – Moniteur secrètement secret GPS, SMS, appels, WhatsApp, Facebook, localisation. Vous pouvez surveiller à distance les activités du téléphone mobile après le téléchargement et installer l’apk sur le téléphone cible.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *