খালের পানিতে ভাসছিল দুই ভাইয়ের মরদেহ

Share Now..

যশোরের ঝিকরগাছায় খালে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নাভারণ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নলডুবী খালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- নাভারণ বেলের মাঠ গ্রামের মহসিন আলমের ছেলে পরশ হোসেন (১২) এবং একই এলাকার সাগর হোসেনের ছেলে সৈকত হোসেন (১৩)। তারা সম্পর্কে খালাতো ভাই।

নিহত সৈকত হোসেনের বাবা সাগর হোসেন জানান, বেলা ১২টার দিকে দুই ভাই গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়। বিকেল ৩টার পরও তারা বাসায় না এলে চারদিকে খুঁজাখুঁজি করতে থাকি। বিকেল ৪টার দিকে জানতে পারি নাভারণ দক্ষিণপাড়া নলডুবী খালের পানিতে তাদের মরদেহ ভাসছে। তখন তাৎক্ষণিকভাবে ওখানে গিয়ে মরদেহ উদ্ধার করি।

এ বিষয়ে ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ বিষ
য়ে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে। খালের পানিতে ভাসছিল দুই ভাইয়ের মরদেহ

যশোরের ঝিকরগাছায় খালে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নাভারণ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নলডুবী খালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- নাভারণ বেলের মাঠ গ্রামের মহসিন আলমের ছেলে পরশ হোসেন (১২) এবং একই এলাকার সাগর হোসেনের ছেলে সৈকত হোসেন (১৩)। তারা সম্পর্কে খালাতো ভাই।

নিহত সৈকত হোসেনের বাবা সাগর হোসেন জানান, বেলা ১২টার দিকে দুই ভাই গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়। বিকেল ৩টার পরও তারা বাসায় না এলে চারদিকে খুঁজাখুঁজি করতে থাকি। বিকেল ৪টার দিকে জানতে পারি নাভারণ দক্ষিণপাড়া নলডুবী খালের পানিতে তাদের মরদেহ ভাসছে। তখন তাৎক্ষণিকভাবে ওখানে গিয়ে মরদেহ উদ্ধার করি।

এ বিষয়ে ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ বিষ
য়ে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *