খুলনায় করোনায় মৃত্যু কমেছে
খুলনায় করোনায় মৃত্যু কমেছে। নগরীর দুই হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে রবিবার (৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে গতকাল শনিবার (৭ আগস্ট) খুলনার ২ হাসপাতালে করোনায় ৯ জনের মৃত্যু হয়।
এরমধ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। তবে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তিনি হলেন, খুলনা মহানগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকার নাহিদ সুলতানা (৪২)। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় চারজন রোগী ভর্তি ও চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজন রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন, বাগেরহাট চিতলমারীর শাহীদা এলাকার নূরজাহান (৫৫)। বর্তমানে এই হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন চারজন।