খুলনায় করোনায় সাংবাদিক মোস্তফা কামালের মৃত্যু

Share Now..

খুলনায় করোনা আক্রান্ত হয়ে সাংবাদিক মোস্তফা কামাল আহমেদ (৫২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে তিনি মারা যান। মোস্তফা কামাল আহমেদ দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

গত ১ জুলাই থেকে করোনা উপসর্গ নিয়ে মোস্তফা কামাল নগরীর খালিশপুর আলমনগরে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। পাশাপাশি তিনি হার্ট ও কিডনি রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়। রাত ১২ টার পর থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে প্রথমে তাকে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।
সাংবাদিক মোস্তফা কামাল আহমেদ খুলনার আঞ্চলিক ও বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করেছেন। তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য।

1,766 thoughts on “খুলনায় করোনায় সাংবাদিক মোস্তফা কামালের মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *