খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষেদর কমিটি তপন সভাপতি ও নিরাপদ সম্পাদক নির্বাচিত।

Share Now..

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

খুলনা জেলা জাতীয় আদিবাসী
পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বেলা ১১ টায় কয়রার
কপোতাক্ষ কলেজের হলরুমে সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা
হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তপন মুন্ডা ও সাধারন
সম্পাদক নির্বাচিত হয়েছেন নিরাপদ মুন্ডা। আদিবাসী নেতা
অশোক মুন্ডার সভাপতিত্বে ও নিরাপদ মুন্ডার পরিচালনায় এ উপলক্ষে
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় আদিবাসী কমিটির রাজশাহী
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, জাতীয়
আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র
হেমব্রম, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি সদস্য
বিভূতী ভূষণ মাহাতো, নকুল পাহান, আদিবাসী ছাত্র পরিষদ
কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাবিত্রী হেমব্রম, সহ-
সভাপতি সাবিত্রী হেমব্রম, অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য
মন্ডল ও আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিক। বক্তব্য
রাখেন শ্যামসুন্দর মুন্ডা, উজ্জল মুন্ডা, সুমিত্রা মুন্ডা, মুকুল মুন্ডা,
সাধনা মুন্ডা, সনজিৎ মুন্ডা, তপন মুন্ডা প্রমূখ। কয়রা উপজেলার ৩
টি ইউনিয়নের আদিবাসী মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের অসংখ্য
লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

One thought on “খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষেদর কমিটি তপন সভাপতি ও নিরাপদ সম্পাদক নির্বাচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *