খুলনা বিভাগীয় সমাবেশে যোগদিতে চুয়াডাঙ্গা বিএন‌পির যৌথসভা অনু‌ষ্ঠিত

Share Now..

চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি:
আগা‌মি ৪ ফেব্রুয়া‌রি বিএন‌পির খুলনা বিভাগীয় সমা‌বে‌শে যোগ‌দি‌তে চুয়াডাঙ্গা বিএন‌পির যৌথসভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় জেলা বিএন‌পির কার্যাল‌য়ে এই যৌথসভা অু‌ষ্ঠিত হয়।
বিএন‌পির কে‌ন্দ্রিয় ক‌মি‌টির ভারপ্রাপ্ত কোষাধাক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএন‌পির আহ্বায়ক বি‌শিষ্ঠ শিল্পপ‌তি রাই‌জিং গ্রু‌পের এম‌ডি মাহমুদ হাসান খাঁন (বাবু খাঁন)`র সভাপ‌তি‌ত্বে ও সদস‌্য স‌চিব শরীফুজ্জামান শরীফের সঞ্চালনায় অনু‌ষ্ঠিত যৌথসভায় প্রধান অ‌তিথি হিসে‌বে উপ‌স্থিত ছি‌লেন কেন্দ্রীয় বিএন‌পির মানবা‌ধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান।
সভায় চুয়াডাঙ্গা জেলা বিএন‌পি ও অঙ্গসংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন। # #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *