খুলনা বিভাগে একদিনে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

Share Now..

খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৮১৭ জনের। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল বুধবার খুলনা বিভাগে ৩৫ জনের মৃত্যু ও ৭৪৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া যশোরে ছয়জন, খুলনা ও মেহেরপুরে চারজন করে, মাগুরা ও ঝিনাইদহে তিনজন করে, বাগেরহাট ও নড়াইলে দুজন করে এবং চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৭ হাজার ৬৯৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৫৫৪ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ৩২০ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪৫ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার ৫১৪ জনের। করোনায় মারা গেছেন ৬৫৭ জন ও সুস্থ হয়েছেন ১৯ হাজার ১২০ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৪ জনের। মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ২৯৬ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৯ জন ও সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩০ জন। সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯১৮ জন ও মারা গেছেন ৮৫ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৬৯৩ জন। যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৫ জন। মোট করোনা শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৪৩২ জন। করোনায় মোট মারা গেছেন ৩৭৪ জন ও সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৮৩ জন।

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৬ জন। করোনায় মারা গেছেন ২১৭ জন ও সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৯৮ জন।

মাগুরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ জনের শনাক্ত হয়েছে। মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৭৫ জনের। করোনায় মারা গেছেন ৭৬ জন ও সুস্থ হয়েছেন ২ হাজার ২০৯ জন।

নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৪ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। করোনায় মারা গেছেন ৯৬ জন ও সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯৬ জন।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৩১ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫০২ জনের। করোনায় মারা গেছেন ৫৯৮ জন ও সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০৩ জন।

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জনের শনাক্ত হয়েছে। মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ২০৮ জন। করোনায় মারা গেছেন ১৭২ জন ও সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৪৪ জন।

মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৯ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৩। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫০ জন ও সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৪৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *