খেরসনে ইউক্রেনীয় বাহিনীর তুমুল লড়াই, ১০০ রুশ সেনা নিহত
খেরসনে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় সেনাবাহিনীর চলছে তুমুল লড়াই। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, হামলায় শনিবার রাশিয়ার ‘উল্লেখযোগ্য সংখ্যক’ সেনা নিহত হয়েছে। সেইসঙ্গে ধ্বংস হয়েছে দুইটি গোলাবারুদ ভাণ্ডার। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মিলিটারি কমান্ড বলেছে, দিনিপ্রো নদীর ওপর দিয়ে খেরসন পর্যন্ত রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সপ্তাহে ইউক্রেন সেনাবাহিনী পশ্চিমাদের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে দিনিপ্রোজুড়ে তিনটি সেতুকে ক্ষতিগ্রস্ত করেছে।
ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, খেরসন অঞ্চলে শুক্রবারের লড়াইয়ে ১০০ জনের বেশি রুশ সেনা নিহত হয়েছে। এছাড়া সাতটি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। খেরসন আঞ্চলিক পরিষদের প্রথম উপপ্রধান ইউরি সোবোলেভস্কি, বাসিন্দাদের রাশিয়ান গোলাবারুদের ডাম্প থেকে দূরে থাকতে বলেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৫৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।