খেলাধুলার মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিন দিনব্যাপী “জুলাই/আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর সূচনা

Share Now..

মো:রাফাত হোসেন

কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের হাসপাতাল মাঠে আজ সোমবার (৪ আগস্ট) শুরু হয়েছে এক ব্যতিক্রমধর্মী তিনদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে    “জুলাই/আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫”। টুর্নামেন্টটি আয়োজন করেছে স্থানীয় যুব সংগঠন “চিত্রা স্পোর্টিং ক্লাব, ফয়লা”।

টুর্নামেন্টের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জননেতা হামিদুল ইসলাম হামিদ। তিনি প্রথমে প্রতীকী কিক মেরে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন এবং এরপর মাঠে উপস্থিত খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান রনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিপুল আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তফিকুর রহমান, জাহাঙ্গীর হোসেন, শাওন আহমেদ, ছাত্রদল নেতা শফিক সহ আরও অনেকে।

জননেতা হামিদুল ইসলাম হামিদ বলেন, “বেশি বেশি খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে বিপথগামীতা থেকে রক্ষা করতে হবে। খেলাধুলা মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের সকল স্তরের মানুষকে এ ব্যাপারে সচেতন হতে হবে।”

টুর্নামেন্টে অংশগ্রহণ করছে চারটি দল: শহীদ ওয়াসিম আকরাম ফুটবল একাদশ, শহীদ রাব্বি ফুটবল একাদশ, শহীদ মুগ্ধ ফুটবল একাদশ, শহীদ আবু সাঈদ ফুটবল একাদশ। প্রথম দিনের খেলায় “শহীদ রাব্বি ফুটবল একাদশ” ২-০ গোলে “শহীদ মুগ্ধ ফুটবল একাদশ” কে পরাজিত করে শুভ সূচনা করে।

168 thoughts on “খেলাধুলার মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিন দিনব্যাপী “জুলাই/আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর সূচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *