খেলার ছলে অবুজ শিশুর কান্ড! পানের বরজ আগুনে পুড়ে ছাই

Share Now..

শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি ঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের এক কৃষকের প্রায় ১ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষকের নাম মোঃ সাহিরুল ইসলাম।সে ওই গ্রামের শুকুর উদ্দিনের ছেলে।ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে পান বরজের আনুমানিক ৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বাগুটিয়া গ্রামের বাসিন্দা রিয়াজুল ইসলামের ছেলে আলামিন(৪) ও একই গ্রামের মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে ছোয়াদ(৪)নামে অবুঝ শিশু দুইজন ওই গ্রামে অবস্থিত পানের বরজের পাশে খেলা করছিল । তারা বাড়ি থেকে গ্যাস লাইট নিয়ে এসে পানের বরজের পাশে থাকা পাটকাঠির গাদায় আগুন ধরিয়ে দিয়ে বাড়ি চলে যায়। কিন্তু আগুন মুহুর্তেই পানের বরজে ছড়িয়ে পড়লে প্রায় এক বিঘা জমির পানের বরজ পানসহ পুড়ে ছাই হয়ে যায়। পানের বরজে আগুন জ¦লতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিশু আলামিনের মা বলেন, আমার ছেলে পানের বরজের পাশে খেলছিল তবে আগুন ধরিয়েছে কিনা বলতে পারবো না।
ক্ষতিগ্রস্থ কৃষক সাহিরুল ইসলাম জানান, সন্ধ্যা ৬ টার দিকে গ্রামের মানুষ পানের বরজে আগুন লাগার কথা জানান। সাথে সাথে জমিতে এসে দেখতে পান তার ১ বিঘা জমির পান পুড়ে সাফ হয়ে গেছে।এতে তার ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে এই শিশুদের দিয়ে কেউ শত্রুতা করে আগুন লাগাতে পারে বলে তিনি সন্দেহ করছেন।
শৈলকুপা ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, বিকেল সাড়ে ৬টার দিকে পানের বরজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে।তবে এর মধ্যে সাহিরুল ইসলাম নামে এক কৃষকের ১ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *