গত ৮ বছরে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির ৩৮ জন বিজ্ঞ আইনজীবীর ইন্তেকাল।
মিঠুমালিথা-
আইন বিষয়ে অভিজ্ঞ ঝিনাইদহের আইনজীবী সমিতির ৩৮ জন বিজ্ঞ আইনজীবী মৃত্যুবরণ করেছে।গত-০৮ বছরে মৃত্যুর সংখ্যা দীর্ঘ হয়েছে।একের পর এক আইনজীবীর মৃত্যুতে আইন অঙ্গনে অপূরণীয় ক্ষতি হচ্ছে বলে মনে করেন আইনজীবিরা।একদিকে ঝিনাইদহ আইনজীবী সমিতির আইনজীবী গণ বিজ্ঞ সতীর্থদেরকে হারাচ্ছেন অন্যদিকে মামলা জটে ভূগছেন ভুক্তভোগীরা।
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির মৃতদের তালিকা থেকে জানা যায় গত ইংরেজি ০৫-০৩-২০১৬ সাল হতে ২০২৩ সালের মধ্যে সর্বমোট ৩৮ জন আইনজীবী মৃত্যু বরণ করেন।যার মধ্যে এ্যাডঃ শহিদুল ইসলাম-২,মাহবুবুর রহমান,তোফাজ্জেল হোসেন,ঠান্ডু আলী,আ,ম আনোয়ার উদ্দিন,মোহাম্মদ খোদাদাদ,এম এ মজিদ,মোশাররফ হোসেন-১,আমিনুল ইসলাম,আলিম উদ্দীন,আব্দুর রশীদ-৩,আফম শাফিউল্লাহ বাচ্চু,ওসমান গণি,এম এ মুত্তালিব,মিজানুর রহমান জোয়ার্দার,আব্দুল হাকিম,মকছেদ আলী,তাছিকুল আলম খান,রাশেদুল আলম রাশেদ, আনোয়ারা হোসেন-২,বসির আহম্মেদ,আব্বাস উদ্দীন,আলহাজ্ব রফিকু ইসলাম,কে এম রফিকুল ইসলাম মোহেন,জাহাঙ্গীর আহমেদ,খলিলুর রহমান,বাচ্চু মিয়া,সুকুমার বিশ্বাস,হাবিবুর রহমান, মোমিন উদ্দীন,আবদুল আলিম-১,সুবির কুমার সমাদ্দার,গোলাম মোস্তফা,আমজাদ হোসেন,আহম্মাদ আলী,নওশের আলী ও আমির হোসেন মালিথা।
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড-রবিউল ইসলাম জানান-বার্ধক্যজনিত কারণ, করোনা জনিত কারণ সহ অন্যান্য কারণে এ সকল বিজ্ঞ আইনজীবীগণ ইন্তেকাল করেছেন।এ সকল বিজ্ঞ আইনজীবীদের মৃত্যুতে আইন অঙ্গনে চরম ক্ষতি হয়েছে।তাদের শূন্যতা পুরণ হবার নয়। ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক আকিদুল ইসলাম জানান-বিজ্ঞ এ সকল আইনজীবিদের মৃত্যুতে ঝিনাইদহ আইনজীবী সমিতির অপূরনীয় ক্ষতি সাধিত হয়েছে।যাদের দীর্ঘ বর্ণাঢ্য কর্মময় জীবন অনুসরণ অনুকরণ করে উদীয়মান আইনজীবী গণ কর্মজীবনে অনুসরণ করতেন।সেই সকল বিজ্ঞ আইনজীবী একে একে চলে যাওয়া আমাদের জন্য চরম ক্ষতি।
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিন্টু জানান-আইনজীবি সমিতির যে সকল বিজ্ঞ প্রবীণ আইনজীবী ছিলেন তাদের অনেকেই মৃত্যুবরণ করেছে।২০১৬ সাল হতে ৩৮ জন আইনজীবী মৃত্যুবরণ করেছে।