গাঁজা পাচারকালে গ্রেপ্তার পুলিশের এএসআই
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ আনিছুর রহমান নামের এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড় এলাকা থেকে মোটরসাইকেলে করে গাঁজা পাচারের সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনিছুর রহমান লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে। তিনি গাইবান্ধার পলাশবাড়ী থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ চারমাথা এলাকায় ঢাকা—রংপুর মহাসড়কে অভিযানে নামে পুলিশ। এসময় থেকে বগুড়াগামী মোটরসাইকেল তল্লাশি করে প্রায় সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনার পর মঙ্গলবার রাতে একটি মামলা দায়েরের পাশাপাশি আনিসুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা বলেন, মাদকসহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।