গাছের সঙ্গে মাছবাহী পিকআপের ধাক্কা, নিহত ৩

Share Now..

সিলেট-সুনামগঞ্জ সড়কের মাছবাহী একটি পিকাআপ গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে সুনামগঞ্জ-সিলেট সড়কের জাউয়া বড়কাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছেন শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের আব্দুল করিম (৫৭) দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের নুরুল হক (৪৫), জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আসাব উদ্দিন (৫০) ঘটনাস্থলেই মারা যান।  

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপ একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপে থাকা ২ জন ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত ১ জনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।  অন্য দুইজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। 

জয়কলস হাইওয়ে থানার ওসি আহমদ কবির জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিয়ম মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

754 thoughts on “গাছের সঙ্গে মাছবাহী পিকআপের ধাক্কা, নিহত ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *