গাজায় আরও দুই হাসপাতালে ইসরায়েলের হামলা, একদিনে নিহত ৩০
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। রোববার (২৯ ডিসেম্বর) গাজার আরও দুই হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, গাজাজুড়ে ইসরায়েলি হামলায় রোববার অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে আল-ওয়াফা হাসপাতালে হামলায় নিহত হয়েছে সাতজন এবং নুসেইরাত শরণার্থী ক্যাম্পে হামলায় নিহত হয়েছে নয়জন। এ ছাড়া অন্তত চারজন ফিলিস্তিনি রোগীকে ইসরায়েলি বাহিনী ঘিরে রেখেছিল। এদের মধ্যে একজনের অবস্থা ছিল গুরুতর।
গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে এক লাখের বেশি এবং লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।
Truly no matter if someone doesn’t understand then its up to other viewers that they will assist, so here it takes place.
Рекомендую – рейтинг лучших скороварок
Рекомендую – скороварка из нержавеющей стали рейтинг
Рекомендую – скороварка из нержавеющей стали рейтинг лучших
Вероятно, вы не ошибаетесь
butirkaconcert.ru
Рекомендую – скороварка рейтинг лучших