গাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ, ২৪ ঘণ্টায় নিহত ৮৬  

Share Now..

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৮৬ জন। আজ রবিবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৬৯২ জন। আহত হয়েছেন ৬৯ হাজার ৮৭৯ জন। এ ছাড়া বহু ফিলিস্তিনি ধবংস্তুপের নিচে আটকা পড়ে আছেন। 

এদিকে গত সপ্তাহে গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার নিরাপত্তা পরিষদে ওই খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়।

ওয়াশিংটন বলছে, আলজেরিয়া প্রস্তাবিত রেজ্যুলেশন যুদ্ধ বন্ধের আলোচনাকে ঝুঁকিতে ফেলবে। তবে এই পদক্ষেপের নিন্দা জানিয়ে জানিয়েছে অনেকেই। মার্কিন মিত্ররা যুদ্ধবিরতি প্রস্তাবে হোয়াইট হাউজের ভেটো দেয়ায় দুঃখ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র তার নিজস্ব রেজ্যুলেশনে রাফাহ শহরে আগ্রাসন না করার জন্য এর আগে ইসরায়েলকে সতর্কও করেছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *