গাজায় একদিনে নিহত ৫৪, নিখোঁজ শতাধিক

Share Now..

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছেন। এছাড়া কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছেন।

মেডিকেল সূত্রের বরাত দিয়ে আলজাজিরার রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া আল-নাজলহের পার্শ্ববর্তী একটি বাড়িতে ইসরায়েলি হামলায় ১০ জন নিহত হয়েছেন। এছাড়া শহরের কেন্দ্রস্থলে নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

অপরদিকে, গাজার মধ্যাঞ্চলীয় দেইর এল-বালাহর উত্তর-পূর্বে আয-জাওয়াইদায় একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। বোমা বিধ্বস্ত ভবনে কয়েক ডজন নিখোঁজসহ আরও জীবিতদের সন্ধানে বেসামরিক প্রতিরক্ষা দল কাজ করছে।

নয় মাস ধরে চলা দীর্ঘ যুদ্ধে গাজায় হাজার হাজার মানুষের প্রাণ গেছে। ব্যবসা-বাণিজ্য খাত ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গাজার ৮৫ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এই অর্থনীতি পুনরুদ্ধারে কয়েক বছর সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *