গাজায় গণহত্যা বন্ধ, স্বাধীন ফিলিস্থিন রাষ্ট্র গঠন ও ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
\ ঝিনাইদহ অফিস \
গাজায় গণহত্যা বন্ধ, স্বাধীন ফিলিস্থিন রাষ্ট্র গঠন ও ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বর মোড়ে সমবেত হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি ডাঃ এইচ এম মমতাজুল করিম, জেলা সেক্রেটারি প্রভাষক সিহাব উদ্দীন, সাংগানিক সম্পাদক মুফতি রাসেল উদ্দীন, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি নাইম মাহমুদ সহ অনেকে। বক্তারা গাজায় গণহত্যা বন্ধে বিশ^ মোড়লদের কার্যকরি ভুমিকা গ্রহন এবং দেশবাসি ও সরকারকে ইসরাইলি পণ্য বয়কটের আহবান জানান। বক্তারা এ সময় বলেন, সরকার নির্যাতিত ফিলিস্থিনী ভাইদের প্রতি সমর্থন জানালেও বাংলাদেশী পাচপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইজরাইল’ শব্দ তুলে দিয়ে জাতির সাথে দ্বিমুখি আচরণ করছে। তারা ফরিদপুরের মধুখালি দুজন মুসলমান শ্রমিক হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান।