গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো

Share Now..

এবার গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ হাজারের বেশি। অন্যদিকে পিছিয়ে গেল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় সাহায্য পাঠানোর বৈঠক। খবর আলজাজিরা। 

হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহতের সংখ্যা ২০ হাজার পেরিয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই ১৪ হাজারের বেশি। যুদ্ধবিরতির পর মৃত্যুর সংখ্যা অস্বাভাবিক ভাবে বেড়েই চলছে। ঘরছাড়া হয়েছে লাখো মানুষ।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় সাহায্য পাঠানোর বিষয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল তা তৃতীয় দিনের জন্য 

 যুক্তরাষ্ট্র এই বৈঠক পিছিয়ে দেওয়ার আবেদন জানায়। তাদের বক্তব্য, মিশরের সঙ্গে এবিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পরেই নিরাপত্তা পরিষদের বৈঠক শুরু হওয়া উচিত। এই নিয়ে তৃতীয় দিনের জন্য নিরাপত্তা পরিষদের গাজা সংক্রান্ত ভোট ও আলোচনা  পিছিয়ে গেল। 

গতকাল বুধবার (২০ ডিসেম্বর) জাতিসংঘে অ্যামেরিকার কূটনীতিক লিন্ডা টমাস ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানান। তিনি বলেন, আপাতত মিশরের সীমান্ত দিয়ে গাজায় মানবিক সাহায্য পাঠানো হচ্ছে। এ বিষয়ে অ্যামেরিকার সঙ্গে মিশরের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকের পরেই নিরাপত্তা পরিষদে এবিষয়ে আলোচনা এবং ভোটা হওয়া উচিত।

আপাতত ঠিক হয়েছে, আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে গাজা নিয়ে আলোচনা এবং ভোটাভুটি হবে। তবে শেষ পর্যন্ত তা হয় কি না, এখন সেটাই দেখার বিষয়।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ আবার আবেদন করেছেন, আপাতত একটি সংঘর্ষ-বিরতি চুক্তিতে আসার জন্য। তিনি বলেন, সব মানুষের প্রাণের মূল্য সমান। যেভাবে অভিযান চলছে, তাতে প্রচুর বেসামরিক মানুষের প্রাণ যাচ্ছে। তাই আপাতত অভিযান বন্ধ করা প্রয়োজন। তিনি মনে করেন, ইসরায়েলেরও আত্মরক্ষার অধিকার আছে। কিন্তু এভাবে অভিযান চালানো ঠিক হচ্ছে না। এ বিষয়ে আগেও সরব হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *