গাজায় ‘ভূগর্ভস্থ শহর’ খুঁজে পাওয়ার দাবি ইসরায়েলের

Share Now..

সম্প্রতি গাজায় হামাসের সিনিয়র নেতাদের ব্যবহার করা একটি টানেলের সন্ধান পাওয়ার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনীর। 
জায়গাটিকে তারা ‘ভূগর্ভস্থ সন্ত্রাসী শহর’ হিসেবে আখ্যা দিয়েছে। খবর বিবিসি। 

ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফের দাবি, কয়েক সপ্তাহের লড়াইয়ের পর গাজার উত্তরে বৃহত্তম শহর আল রিমালের এলিট কোয়ার্টার (ফিলিস্তিন চত্বর) এখন তাদের নিয়ন্ত্রণে। আইডিএফ বলছে, ফিলিস্তিন চত্বর এলাকা হলো হামাসের কৌশলগত টানেল নেটওয়ার্কের কেন্দ্রস্থল, যেখান থেকে রানতিসি হাসপাতাল ও আল শিফা হাসপাতাল এলাকার ভূগর্ভস্থ অবকাঠামোর যোগসূত্র রয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী হামাসের প্রশাসনিক ও সামরিক নেতৃত্ব এটি ব্যবহার করতো হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া ও সামরিক কমান্ডার ইয়ানিয়া সিনওয়ার এবং মুহাম্মদ দায়িফও রয়েছেন। এছাড়া, আইডিএফ বেশ কিছু টানেলে অনুসন্ধান করছে এমন কিছু ভিডিও এবং স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে। কিন্তু কোন হাসপাতালের সাথে এর সম্পৃক্ততা প্রমাণ হয় এমন কিছু তারা এখনো সরবরাহ করতে পারেনি। 

অন্যদিকে, আইডিএফের দাবি ভূগর্ভস্থ সন্ত্রাসী শহরের প্রবেশ মুখ খনন করা হয়েছে সিনিয়র কর্মকর্তাদের আবাসিক ও অফিস এলাকায়। এটি তাদের গাজা শহরের কেন্দ্রস্থলে দৈনন্দিন যাতায়াতে সুরক্ষা নিশ্চিত করতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *