গাজায় ১৪শ বছরের পুরনো মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল

Share Now..

গাজার একটি ঐতিহাসিক মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি এক সাংবাদিকের প্রকাশিত এমন একটি ভিডিও তুলে ধরে এমন তথ্য জানিয়েছে আল জাজিরা। ওই ভিডিওতে দেখা যায়, হামলা চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে গাজার উত্তরাঞ্চলের ওমারি মসজিদ। ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম এ মসজিদ প্রায় ১৪শ বছরের পুরনো। 

গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৫০৭ জনে দাঁড়িয়েছে। আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ১৮৭ জন। এ ছাড়া ইসরায়েলি হামলায় গাজায় আহতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে। 

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, গাজার কেন্দ্রে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। এতে প্রায় দেড় লাখ ফিলিস্তিনি সেখান থেকে পালাতে বাধ্য হচ্ছেন। বিবিসি জানিয়েছে, মধ্য গাজায় এখন তুমুল লড়াই চলছে। 

জাতিসংঘ আরও জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে গাজার জনসংখ্যার ৮০ শতাংশের বেশি নাগরিককে ঘরছাড়া হতে হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *