গাজার উত্তরাঞ্চলে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত

Share Now..

ফিলিস্তিনি উপত্যকা গাজার উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত ও আরও একজন গুরুতর আহত হয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের।

মঙ্গলবার (৮ অক্টোবর) ইসরায়েলের সামরিক বাহিনী জানায় যে তাদের স্টাফ-সার্জেন্ট নোয়াম ইসরায়েল আব্দু (২০) গাজায় নিহত হয়েছেন। তিনি বিসলামছ ব্রিগেডের ১৭তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। একই ঘটনায় আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন।টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধের স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৩৫০ জনে পৌঁছেছে। গত বছরের ২৭ অক্টোবর থেকে এই স্থল অভিযান শুরু হয়।

অন্যদিকে, পৃথক একটি ঘটনায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনীর আলেকজান্দ্রোনি ব্রিগেডের ৭০১২তম ব্যাটালিয়নের এক রিজার্ভ সেনা গুরুতর আহত হন। ইসরায়েলের সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ৭৩০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *