গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় নিহত ৫০

Share Now..

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরুদ্ধ কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি বাহিনী বর্বর বিমান হামলায় কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন চিকিৎসকও রয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের বিপরীতে একটি ভবনে বিমান হামলা চালানোর সময় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে তিনজন মেডিকেল স্টাফও রয়েছেন। হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া এক বিবৃতিতে জানান, বিমান হামলার পর বেইট লাহিয়া প্রজেক্ট এলাকার ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে তিনজন চিকিৎসকসহ মোট ৫০ জন শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে একজন হলেন আহমেদ সামুর, যিনি শিশু রোগ বিশেষজ্ঞ।

এছাড়া হামলায় নিহত ইসরা একজন ল্যাব টেকনিশিয়ান এবং ফারেস নামক এক ব্যক্তি, যিনি হাসপাতালের রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদ হিসেবে কর্মরত ছিলেন। ইসরায়েল গত ৫ অক্টোবর থেকে গাজার উত্তরাঞ্চলে হামাসকে মোকাবিলার জন্য বড় আকারে স্থল অভিযান শুরু করে, যার ফলে ফিলিস্তিনিরা ইসরায়েলকে দখলদার এবং বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার জন্য অভিযুক্ত করেছে। এই অভিযানের কারণে গাজায় মানবিক সহায়তা অব্যাহত না থাকায় খাদ্য, ওষুধ এবং জ্বালানির তীব্র সংকট তৈরি হয়েছে এবং এর ফলে এখানে বাস করা মানুষরা দুর্ভিক্ষের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজায় অবিরত বিমান ও স্থল হামলা চালাচ্ছে, যার ফলে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির এবং হাজার হাজার অন্যান্য ভবন ধ্বংস হয়ে গেছে। হামাসের ওই হামলার পর থেকে গাজার ৪৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, তবে ইসরায়েল অবরুদ্ধ গাজায় তার আক্রমণ অব্যাহত রেখেছে।

এছাড়া, ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়েছেন। জাতিসংঘের মতে, ইসরায়েলি হামলার কারণে গাজায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া, খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট তৈরি হওয়ায় গাজা বর্তমানে খাদ্য নিরাপত্তাহীন পরিস্থিতিতে রয়েছে। ৬০ শতাংশ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে এবং গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

3 thoughts on “গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় নিহত ৫০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *